কানাহাইয়া ভারতের তরুণ প্রজন্মের ছাত্রনেতা বিশেষতঃ জে এন ইউ বিশ্ববিদ্যালয়ের ঘটনা কে কেন্দ্র করে তার সম্পর্কে আগ্রহ বাড়ছে । নির্বাচনী প্রচারে তাকে কাজে লাগাতে মরিয়া সি পি আই এম , সি পি আই । তবে পশ্চিম বঙ্গে নির্বাচনী প্রচারে মার্কসবাদ , সমাজতন্ত্রের পক্ষে কতটা বলতে পারবেন আমার অন্ততঃ সন্দেহ আছে কারন সমাজ বিজ্ঞানে মার্কস লেনিনের মতাদর্শ একটি অধ্যায় মাত্র । সোভিয়েত ইউনিয়ন ও পূর্ব ইউরোপের ঘটনাবলী চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে এই মতাদর্শের সীমাবদ্ধতা ও ব্যর্থতা ।
দেশদ্রোহের মামলা তে জেলে যাবার পর সি পি আই এর ছাত্র নেতা কানাহাইয়া কে কেন্দ্র করে যে আগ্রহ তৈরি হয়েছে তার বক্তব্যের ধারে । এই বক্তব্য শোনার পরেই সীতারাম ইয়েচুরি বলে ফেলেন পশ্চিম বঙ্গের নির্বাচনে প্রচারে এ আই এস এফ নেতা কানাহাইয়া কে প্রচারে নামানো হবে । আর কানাহাইয়া বললে সে পশ্চিম বঙ্গে নির্বাচনী প্রচারে যাবেন ।
এখন অবশ্য সে বলছে " আমি আগেও বলেছি ,মুল ধারার রাজনীতি আমার জন্য নয় , আমি ছাত্র । পি এইচ ডি করে আমি শিক্ষকতা করতে চাই ।"
এক্ষেত্রে সি পি আই এম যে ভাবে কানাহাইয়া কে আঁকড়ে ধরতে চাইছে তা ভাল চোখে সি পি আই নিচ্ছে না । হায়দরাবাদে দলের জাতীয় পরিষদে সিদ্ধান্ত হয়েছে তাকে এখনই রাজনীতির মুল স্রোতে না নিয়ে গিয়ে তাকে ছাত্র আন্দোলনে বেধে রাখতে চাই দল ।
এক সি পি আই নেতার মতে " কানাহাইয়া উঠতি নেতা । তাকে রাজনীতির ময়দানে খরচ না করে বিভিন্ন রাজ্যে ছাত্র আন্দোলন ও সমর্থন বাড়াতে ব্যবহার করা হবে । এতেই দলের লাভ ।"
কানাহাইয়া ও বাস্তব
No comments:
Post a Comment